রোববার বাংলাদেশ সময় দেড়টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জয় পেলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকামওয়ে, তাদিওয়ানাশে মারুমানি, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, লুক জংওয়ে, আশীর্বাদ মুজারাবানি, টেন্ডাই চাতারা, রিচার্ড নাগারাভা।