টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নওগাঁর আত্রাইয়ে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কমসূচীর আওতায় অসহায় দরিদ্র ও কমহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে।

১৮ জুলাই সকালে দশ কেজি হারে উপজেলার সদর ইউনিয়ন পাঁচুপুর ইউনিয়নে এক হাজার তিন শত ছিয়াষট্টি কাডের বিপরিতে একহাজার তিন শত ছিয়াষট্টি মেট্রিকটন, আহসানগঞ্জ ইউনিয়নে এক হাজার এক শত পঞ্চাশ টি পরিবারে এগারো.পাঁচশত মেট্রিকটন, সাহাগোলা ইউনিয়নে এক হাজার টি পরিবারে দশ হাজার মেট্রিক টন,ভোঁপাড়া ইউনিয়নে এগারো’শ টি পরিবারে এগারো হাজার মেট্রিকটন,বিশা চৌদ্দ.শ পরিবারে চৌদ্দ হাজার মেঃটন,মনিয়ারী ইউনিয়নে এগারো,শ পরিবারে এগারো হাজার মেঃটন, কালিকাপুর ইউনিয়নে এক হাজার পঙ্চাশ পরিবারের বিপরিতে দশহাজার পাঁচ শ’ মেঃটন ও হাটকালুপাড়া ইউনিয়নে এগারো শ পরিবারের বিপরিতে এগারো হাজার মেঃটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। উপজেলা দূর্যোগ ও ত্রাণ দায়িত্ব প্রাপ্ত অফিসার মেহেদী হাসান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নের(৯২৬৬)কাড এর বিপরিতে বিরানব্বই.ছিয়াষট্টি পরিবারের জন্য বিরা নব্বই.ছয় শ’ ষাইট মেট্রিকটন(৯২.৬৬০) চাল বরাদ্দ পেয়েছি। জন প্রতি দশ কেজি হারে চাল পাবে।

উপজেলা নিবাহী অফিসার(ইউএনও) মোঃ ইকতেখারুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ শুরু হয়েছে। চাল বিতরণে পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, ট্যাগ অফিসার মোয়াজ্জেম হোসেন,ইউপি সচিব এহসানুল হক শাওন,ইউপিসদস্যআব্দুল হাকিম শেখ, মেয়াজ্জেম হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital