টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বাঁচার আকুতি মেধাবী শিক্ষকের

বাঁচার আকুতি মেধাবী শিক্ষকের

স্রষ্ঠার এই সুন্দর পৃথিবীতে কেনা বেশিদিন বেঁচে থাকতে চায়। কিন্তু রোগ,দারিদ্রতা মানুষকে বেশিদিন বেঁচে থাকার স্বপ্ন পূরণ হতে দেয় না। কারো কারো জীবনে জন্মই যেন তার আজন্মের পাপ হয়ে দাঁড়ায়।তখন ধুঁকে ধুকে অপরিণত বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এতে পরিবার-পরিজনের মাঝে নেমে আসে অপূরনীয় ক্ষতি। ঠিক তেমনি নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপি’র উত্তর দুরাকুটি নান্নুর বাজার গ্রামের কৃষক পরিবারের মরহুম মোজাম্মেল হকের ছেলে রাজু এমএ(৩৫) এর জীবন এখন অনেকটাই সংকটাপন্ন।তিনি গত ২০১৬ সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে তার ২টি কিডনি ড্যামেজ হয়ে পড়ে। এতে মা রেজিয়া বেগম নারী ছেড়া ধন ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে এগিয়ে আসেন। চিকিৎসকের পরামর্শে ভারতের সিএলসি ভেলর চেন্নাই হাসপাতালে ১০মাস ডাঃ ডেভিট বিনয় নেফ্রোলজি বিভাগীয় প্রধানের তত্বাবধানে মায়ের শরীরের কিডনি রাজুর শরীরে প্রতিস্থাপন করেন।ছোট সংসারে বড় রোগে ইতিঃমধ্যে নিঃস্ব তার পরিবার। পিতার অবর্তমানে রাজু প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে জীবন-জীবিকা চলার মাঝে আবারো মায়ের দেয়া কিডনি বয়সের বিভাজনে গত ৬মাস আগে বিকল হয়ে পড়ে।বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের নেফ্রোলজি বিভাগের ১নং(পুরুষ) ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সেখানকার চিকিৎসক নতুন করে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা বাবদ ১৫ থেকে ২০ লাখ টাকার ব্যয় ভারের কথা জানান।কিন্তু রাজুর একমাত্র অবলম্বন বিধবা মায়ের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না।তাই কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসার অভাবে দিন দিন তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে।তাই দশের লাঠি একের বোঝা মানবিক সহায়তা চেয়ে সমাজের সকল হ্নদয়বান,বিত্তশালী,দানশীল ও সেবাধর্মী প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন করেন রাজুর মা রেজিয়া বেগম।সাহায্য পাঠানোর ঠিকানা রুপালী ব্যাংক নীলফামারী,কিশোরগঞ্জ শাখার সঞ্চয়ী একাউন্ট নম্বর-৪২৯১০১০০১৮২৮২৩,নগদ একাউন্ট/প্রয়োজনে-০১৭২৩৩১৬০৮৪।সাথে ছবি আছে।

 

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital