পিরোজপুরে আলোচিত মাদক ক্রিস্টাল মেথসহ গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা মাসুম খান রাজ ওরফে কাউয়া রাজকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র্যাবের দায়ের করা মামলায় পুলিশ মাসুমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।
সোমবার আদালত মামলার শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুম খান রাজকে শনিবার রাতে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে ওদনকাঠী এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একশো গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে মাসুম খানকে আসামি করে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান জানান, মাদক মামলায় মাসুম খানকে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে।