টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি রাশিয়ার

ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি রাশিয়ার

ভয়ঙ্কর একটি সিরকন (জিরকন) হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে বলে দাবি করেছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স এর।

জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি হোয়াইট সমুদ্রে অবস্থিত যুদ্ধ জাহাজ অ্যাডমিরাল গোরস্কভ থেকে নিক্ষেপ করা হয়েছিল। প্রায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) দূরে বরেন্টস সাগরের উপকূলরেখায় স্থলের লক্ষ্যে আঘাত করার আগে এটি শব্দের গতিতে প্রায় সাতগুণ বেশি বেগে ছুটে যায়।

খোদ পুতিনের ভাষায় এই হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র অজেয়। রাশিয়ার যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলোতে এই জিরকন ব্যবহৃত হবে আগামীদিনে। এর মধ্যদিয়ে আমেরিকাসহ পুরো বিশ্বকে পেশি শক্তির প্রদর্শন করাল রাশিয়া। যদিও আগামীতে আরও বড় দূরত্ব অতিক্রমে সক্ষম ব্যালিস্টিক মিসাইল তৈরির কথা ঘোষণা করেছে রাশিয়া।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital