পবিত্র ঈদুল আযহা সবার জীবনে নিয়ে আসুক শান্তির বার্তা। সকল হিংসা বিদ্বেষ, ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেক মানুষের সেবায় এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করি। করোনা ভাইরাস মোকাবেলায় সবাই সতর্ক থাকা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে ও মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনার আদেশ ভিশন ২০৪১ সাল বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আযহা সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।