টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০৭০০ কোটি টাকা

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০৭০০ কোটি টাকা

বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতির মাঝেই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা) দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। করোনার প্রকোপ শুরুর পর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ঈদুল আজহাকে সামনে রেখেই প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি জুলাই মাসে রেমিট্যান্স আসার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে যেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা গত জুন মাসে ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ফলে সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি। এটি আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি বাংলাদেশে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৬৫ লাখ ডলার। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১৯৬ কোটি ও ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital