শরীরে অস্থিরতা দেখা দিলে ১৯ জুলাই সোমবার দুপুরে ইউএনও এবং তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অ্যান্টিজেন টেস্ট করালে পজিটিভ রেজাল্ট আসে। এর আগে রোববার সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরমিলা আক্তার ঝুমিও করোনাভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার নির্বাহী কর্মকর্তাসহ চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকার মোট ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে আরএমও আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি বা শারীরিকভাবে সবাই সুস্থ আছেন। হোম আইসোলেশনে থেকে তারা সবাই চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, সোমবার দুপুরে একটি ইউনিয়নে রাস্তার কাজ দেখতে যাওয়ার সময় গাড়িতে উঠতেই শরীর খারাপ লাগছিল। পরে হাসপাতালে গিয়ে অ্যান্টিজেন টেস্ট করানোর পর রেজাল্ট পজিটিভ আসে। এছাড়া আমার স্ত্রীকেও টেস্ট করানো হলে তার রেজাল্টও পজিটিভ আসে। তবে শারীরিকভাবে তারা সুস্থ আছেন বলে জানান তিনি।