টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের দারুণ শুরু

শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের দারুণ শুরু

টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করলো ভারত। রোববার কলম্বোতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৮ রানে হারিয়েছে শিখর ধাওয়ান শিবির। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন আসালাঙ্কা। ওপেনার অভিষেক ফার্নান্দো করেন ২৬। অধিনায়ক দাশুন শানাকা ১৬ রানে বিদায় নেয়ার পর মাথা তুলে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। বাকি পাঁচ ব্যাটসম্যান ছুতে পারেনি দুই অঙ্কের রান। বল হাতে ভারতের হয়ে এদিন দুধর্ষ ছিলেন পেসার ভুবনেশ্বর কুমার। ৩.৩ ওভারে ২২ রানে তিনি নেন চার উইকেট। দীপক চাহার দুটি, ক্রুনাল, বরুন, যুবেন্দ্র, হার্দিক নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের হয়ে একমাত্র ফিফটির দেখা পান সুরিয়া কুমার যাদব। ৩৪ বলে পাঁচ চার ও দুটি ছক্কায় ৫০ রান করেন তিনি। ৩৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৪৬ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। পৃথ্বি শ পান গোল্ডেন ডাকের স্বাদ। সঞ্জু স্যামসন করেন ২৭।

শেষের দিকে ইশান কিষাণ ১৪ বলে ২০ রানে থাকেন অপরাজিত। হার্দিক পান্ডিয়া করেন ১২ বলে ১০ রান। শ্রীলঙ্কার হয়ে বল হাতে হাসারাঙ্গা ও দুশমন্থ দুটি করে উইকেট নেন।

আগামী ২৭ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি টোয়েন্টি। তৃতীয় টি টোয়েন্টি ২৯ জুলাই।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital