টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সরকারি বিধি নিষেধ না মানায় মতলবে ট্রলারে বনভোজনের খাদ্য জব্দ, মামলা ও জরিমানা

সরকারি বিধি নিষেধ না মানায় মতলবে ট্রলারে বনভোজনের খাদ্য জব্দ, মামলা ও জরিমানা

মতলব দক্ষিণে সরকারের বিধি নিষেধ অমান্য করে ট্রলারে বনভোজনে অপরাধে মামলা ও জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি মামলায় ১১হাজার ৫শত টাকা জরিমানা করেন। 
উপজেলার নারায়নপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালে অভিযান চালিয়ে সরকারে বিধি নিষেধ অমান্য করে ট্রলারে বনভোজনের উদ্দেশ্যে জনসমাগম করা, উচ্চস্বরে লাউড স্পীকার বাজানোর জন্য ট্রলারের প্রতিনিধি, ভাড়াকৃত লাউড স্পীকারের দোকানের প্রতিনিধিসহ ৫জনকে ৫টি মমলায় ১১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত খাদ্য সামগ্রী এলাকার মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেটু কুমার বড়–য়া, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি বিধি নিষেধ অমান্য করে জনসমাগম করায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে প্রশাসনের এরুপ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital