নিহত ইফান উদ্দিন ওরফে নাজমুল (২১) তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের জামাল মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ৮টার দিকে তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছেলেদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক এবং বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার রাত পৌনে ৮টার দিকে নাজমুলকে ঘোষপাড়া মোড়ে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার জানান, প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।