টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মধ্যনগর থানাকে উপজেলায় বাস্তবায়ন নিকারে মিটিংয়ে প্রধানমন্ত্রীর চুড়ান্ত অনুমোদ এলাকাবাসীর আনন্দ মিছিল

মধ্যনগর থানাকে উপজেলায় বাস্তবায়ন নিকারে মিটিংয়ে প্রধানমন্ত্রীর চুড়ান্ত অনুমোদ এলাকাবাসীর আনন্দ মিছিল

সুনামগঞ্জের মধ্যনগর থানাকে উপজেলা বাস্তবায়ান নিকারের মিটিংয়ে  প্রধানমন্ত্রীর ঘোষণার চুড়ান্ত অনুমোদন  এলাকাবাসীর দলে দলে আনন্দ মিছিল।

আওয়ামিলীগ সরকারের উন্নয়নের মহাসড়কে ভাসছে দেশ আর হাওর জনপদের অবহেলিত মধ্যনগরের মানুষের কাংখিত দির্ঘদিনের উপজেলা বাস্তবায়নের লালিত স্বপ্ন সোমবার পূরণ হওয়ায়, মধ্যনগর সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের মাঝে চলছে খুশিতে আনন্দ উল্লাসের জোয়ার। সোমবার দুপুর ২ টা থেকে সকল শ্রেনীর মানুষের মাঝে  আনন্দ মিছিল,মিটিং ও মিষ্টি বিতরণের মাধ্যমে চলছে আনন্দমুখর পরিবেশগত বিভিন্ন কর্মসূচিতে দিনটি উদযাপন করেন নেতৃবৃন্দরা। এবং নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেই সাথে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও এম পি রতন কে ধন্যবাদ জানান।
কন্ড কন্ড মিছিলের শ্লোগানে শ্লোগানে বাজারের ওলি গলিতে প্রানচঞ্চল খুশিতে উজাড় করে দেয়। এসব আয়োজনের নেতৃত্ব দেন এবং মিছিল শেষে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নূরী, চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন তালুকদার,  সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, আওয়ামী নেতা জহিরুল ইসলাম, নির্মাল্য তালুকদার বাপ্পি, সনজীব তালুকদার টিটু, আলাউদ্দিন, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল খান রনি, ছাত্র লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাবেক সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ, প্রধানমন্ত্রী মধ্যনগর উপজেলা বাস্তবায়নের যৌক্তিক দাবির প্রেক্ষিতে সমর্থন জানিয়ে এ পর্যন্ত যারা ডিও পত্র দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, কিংবদন্তী জননেতা জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদ, উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সুহেল, সাবেক সংসদ সদস্য এডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, এছাড়াও সংরক্ষিত নারী আসনের সাংসদ শামীমা শাহরিয়ার এমপি, এবং মহান জাতীয় সংসদে মধ্যনগর উপজেলার পুনঃ বাস্তবায়নের সমর্থনে এম পি রতন বক্তব্যে তুলে ধরেন। মধ্যনগর উপজেলা বাস্তবায়নের জন্য দীর্ঘ আন্দোলনের সংগ্রামের লিপিবদ্ধ  ইতিহাস রয়েছে স্হানীয় সরকার মন্ত্রনালয়ে । বিভিন্ন কর্মসূচি পালনকালে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ সমর্থন জানিয়ে যোগ দিয়েছিলেন আন্দোলনে।
তাদের মধ্যে  অন্যতম উপমহাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বাবু প্রসূন কান্তি বরুণ রায়, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত জননেতা জনাব আব্দুজ জহুর এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব মতিউর রহমান সাহেব সহ আরও অনেকেই।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital