টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ

ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ। এ বিনিয়োগের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে শিল্প পরিবারটি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

গ্রাহক ও মার্চেন্টদের সুরক্ষার পাশাপাশি ই-কর্মাসের ওপর নেতিবাচক প্রভাব ঠেকাতে ইভ্যালির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গত সোমবার (১৯ জুলাই) ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তাদের বিজনেস মডেল জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তাদের বক্তব্যে সন্তুষ্ট না হলে নোটিশে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে গত রোববার (১৮ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠকে ইভ্যালিসহ ৬টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital