জানা গেছে, গত ২৫ আগস্ট থেকে চাটমোহর পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ, থানা বাজার (আটচালা) ও বাসস্ট্যান্ড এলাকায় ৪ টি স্থানে এক যোগে চাল ও আটা বিক্রি শুরু হয়। প্রতি কেজি চাল ৩০ টাকায় ও প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি হচ্ছে। চার জন ডিলার প্রতিদিন ৬ টন চাউল এবং ৪ টন আটা বিক্রি করছেন। যে কেউ নির্ধারিত স্থান থেকে ৫ কেজি চাল ও ৫ কেজি পরিমান আটা কিনতে পারছেন।
ডিলাররা ও সুবিধা ভোগীরা জানান, অপেক্ষাকৃত কম দামে চাল ও আটা পেয়ে এ দুঃসময়ে চাটমোহরের নিম্ন ও মধ্যবিত্তরা উপকৃত হচ্ছেন। বৃহস্পতিবার ওএমএস এর বিক্রয় কেন্দ্রে বেশ ভীড় দেখা গেছে।
এ ব্যাপারে চাটমোহরে কর্মরত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, খোলা বাজারে চাল ও আটা বিক্রির বিষয়টি আমরা মনিটরিং করছি।