টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ও.এম.এস এর চাল আটা পেয়ে উপকৃত হচ্ছেন চাটমোহরের মানুষ

ও.এম.এস এর চাল আটা পেয়ে উপকৃত হচ্ছেন চাটমোহরের মানুষ

করোনা কালীন কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে চাটমোহরে ওপেন মার্কেটিং সিস্টেমে (ও.এম.এস) বিক্রি হচ্ছে চাল ও আটা।

জানা গেছে, গত ২৫ আগস্ট থেকে চাটমোহর পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ, থানা বাজার (আটচালা) ও বাসস্ট্যান্ড এলাকায় ৪ টি স্থানে এক যোগে চাল ও আটা বিক্রি শুরু হয়। প্রতি কেজি চাল ৩০ টাকায় ও প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি হচ্ছে। চার জন ডিলার প্রতিদিন ৬ টন চাউল এবং ৪ টন আটা বিক্রি করছেন। যে কেউ নির্ধারিত স্থান থেকে ৫ কেজি চাল ও ৫ কেজি পরিমান আটা কিনতে পারছেন।

ডিলাররা ও সুবিধা ভোগীরা জানান, অপেক্ষাকৃত কম দামে চাল ও আটা পেয়ে এ দুঃসময়ে চাটমোহরের নিম্ন ও মধ্যবিত্তরা উপকৃত হচ্ছেন। বৃহস্পতিবার ওএমএস এর বিক্রয় কেন্দ্রে বেশ ভীড় দেখা গেছে।

এ ব্যাপারে চাটমোহরে কর্মরত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, খোলা বাজারে চাল ও আটা বিক্রির বিষয়টি আমরা মনিটরিং করছি।

 

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital