টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পর্দায় আবারো দেখা যাবে শাহরুখ-কাজল রসায়ন!

পর্দায় আবারো দেখা যাবে শাহরুখ-কাজল রসায়ন!

মাসখানেক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সেই জল্পনায় সম্ভবত অবসান হতে যাচ্ছে। আবারো বড় পর্দায় শাহরুখ-কাজল ম্যাজিক দেখার সুযোগ পেতে পারেন সিনেদর্শকরা। নেপথ্যে অবশ্য পরিচালক রাজকুমার হিরানি। নিঃসন্দেহে বলিউডের অন্যতম সেরা জনপ্রিয় জুটি। সে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-ই হোক কিংবা ‘কভি খুশি কভি গম’ আর ‘দিলওয়ালে’ শাহরুখ খান এবং কাজলের রসায়ন দর্শকদের মন জিতেছে বারবার। এবার হিরানির হাত ধরে ফের বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। তেমনটাই খবর।

তা তারকাখচিত ছবির গল্পটা কীরকম? কমেডি ড্রামা। কানাঘুষো শোনা যাচ্ছে, সিনেমায় এক দম্পতির ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ-কাজল। এক ব্যক্তি তার পরিবার নিয়ে ভারত থেকে অন্য দেশে পাড়ি দেবেন। সেই যাত্রাপথে বেশ কিছু ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হবে তাকে। তবে বিদ্যা বালনের সুবাদে সেই যাত্রায় উতরে যাবেন তারা। আর এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। কিন্তু বোমান ইরানি কিংবা মনোজ বাজপেয়ী কোন চরিত্রে অভিনয় করবেন, সেকথা অবশ্য এখনো প্রকাশ্যে আসেনি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital