টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মধ্যপ্রাচের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান

মধ্যপ্রাচের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান

মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান। ‘আলবুর্জ টানেল’ নামে এই প্রকল্প বাস্তবায়ন করতে ইরান সরকারের ব্যয় হয়েছে ১৬ কোটি ডলার।

বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সুড়ঙ্গ পথের উদ্বোধন করেন।  সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে। রাজধানী তেহরান থেকে কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে কম খরচে এবং সহজে যাতে ভ্রমণ করা যায় সেই লক্ষ্য নিয়ে এই দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে।

তেহরান-শোমাল হাইওয়েতে যে বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার সুড়ঙ্গ পথ তৈরি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট রুহানি এই সুড়ঙ্গ পথ ছাড়াও ইরানের বিভিন্ন অংশে বাস্তবায়িত পাঁচটি গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প উদ্বোধন করেন। আগামী ৫ আগস্ট প্রেসিডেন্ট রুহানির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা শেষ হবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital