করোনায় আক্রান্ত হয়েছেন বিখ্যাত লেখক হুমায়ূন আহমদের দ্বিতীয় স্ত্রী এবং অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। তিনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন। তিনি এখন বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন।
গত বছরের মার্চের দিকে করোনা সংক্রমণ যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন শাওন। নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু দ্রুত সবকিছু স্থগিত করে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে সে যাত্রায় কোনো সমস্যা হয়নি এই অভিনেত্রীর।