৩১ জুলাই শনিবার বেলা ১১টায় ফৈলজানা ইউনিয়নে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১০০ নারী পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।এছাড়া বৃহস্পতিবার বিকেলে চাটমোহর উপজেলা আওয়ামীলীগ মথুরাপুর ইউনিয়নের ১০০ জন এবং শুক্রবার সকালে বিলচলন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিলচলন ইউনিয়নের ১০০ নারী পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী চাল, ডাল ও ভোজ্য তেল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাটমোহর উপজেলা শাখার সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর আওয়ামীলীগ সভাপতি নাজিমুদ্দিন মিয়া, আঃলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য শাহিদুল ইসলাম শাহেদ, মাহবুব এলাহী বিশু, চাটমোহর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বিলচলন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ নাসিম প্রমূখ ।