টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার শেরপুরে খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন দুই সন্তানের জননী।

শুক্রবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে শেরপুর থানায় এই মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী নিজেই (মামলা নং ৩২)। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
এজাহার সুত্রে জানা গেছে, দুই সন্তানের জননী ওই নারী প্রায় এক বছর পুর্বে ইউপি চেয়ারম্যানে এক আত্মীয়কে ৫০ হাজার টাকা ধার দেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানকে ফোন করলে তিনি তাকে বাসায় যেতে বলেন। শুক্রবার সন্ধ্যার দিকে ওই নারী শেরপুর শহরের জগন্নাথপাড়ায় চেয়ারম্যানের ভাড়া বাসায় গেলে চেয়ারম্যান আব্দুল ওহাব ওই নারীকে জোরপুর্বক ধর্ষণ করেন। পরে ওই নারী শেরপুর থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital