টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মহম্মদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহম্মদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে পানিতে ডুবে মোঃ সামিউল (৪) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে।

আজ দুপুর দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত সামিউল বাবুখালী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তাওহিদুল হাসান (বার্লির) ছোট ছেলে। সংশ্লিষ্ট ইউপি সদস্য নাঈম হাসান বাবলু জানান, উপজেলার সুলতানসী গ্রামের নিজ বাড়ির উঠানে শিশু সামিউল দুপুরের দিকে একাকী খেলাধুলা করছিল। এ সময় ওই বাড়িতে এক নানি ছিলো। অন্যরা কাজে বাড়ির বাইরে গিয়েছিলো। একপর্যায়ে অসাবধানতাবসত সে বাড়ির পার্শ্ববর্তী  পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে বেলা দেড়টার দিকে মৃত অবস্থায় শিশুটির লাশ সেখান থেকে উদ্ধার করেন তার স্বজনেরা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital