নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিস্তলসহ মোঃ রাজিব হোসেন ওরফে রাজু (২৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে র্যাব-১১’র উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার মোঃ রাজিব হোসেন ওরফে রাজু ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত সলু কামালের ছেলে।
র্যাব জানায়, রাজু তার অন্যান্য সহযোগীদের যোগসাজশে উপজেলার বরাবো বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। র্যাব-১১ সিপিএসসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১টি পিস্তল এবং ২ রাউন্ড গুলিসহ মোঃ রাজিব হোসেন ওরফে রাজুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরূদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।