টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
চাটমোহরে যুবদলের উদ্যোগে করোনা টিকা ফ্রি রেজিষ্ট্রেশন

চাটমোহরে যুবদলের উদ্যোগে করোনা টিকা ফ্রি রেজিষ্ট্রেশন

পাবনার চাটমোহরে গ্রামের মানুষদের করোনা টিকা গ্রহণে উৎসাহিত করতে গ্রামে গ্রামে গিয়ে ফ্রি করোনা রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালিত করছে চাটমোহর উপজেলা যুবদলের কর্মীরা।

গত দুই দিনে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর, বালুদিয়ার, খতবাড়ি এবং সুইগ্রামে পাঁচ শতাধিক গ্রামের মানুষকে করোনা রেজিষ্ট্রেশনের আওতাভুক্ত করা হয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের পরিচালনায় ও মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজার সহযোগিতায় এ কার্যক্রমে সহযোগিতা করেন, যুবনেতা রাসেল কবির, এনামুল, শাকিল, রকিব। ছাত্রদলের, শামিউর নবী শামীম, সাগর, শরিফুল, আলামিন, সাব্বির, নূরুল ইসলাম প্রমূখ।

কার্যক্রমের সার্বিক তত্ত্ববাবধানে ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital