বুধবার ভোর ৫টার দিকে তারা সেন্টমার্টিন জেটিতে পৌঁছান। ফিরে আসা যাত্র্রীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলাারটি মিয়ানমার সীমান্তের কাছে নাইক্ষ্যংদিয়া চর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এ সময় চালক অপর একটি ট্রলারকে উদ্ধারের জন্য খবর দেয়াহ হয়।
সেন্টমার্টন থেকে আরেকটি ট্রলার উদ্ধারে গেলে সেটিও চড়ে আটকা পড়ে। পরে উপজেলা প্রশাসনের পরামর্শক্রমে উদ্ধারে যায় আরও দুইটি ট্রলার। ট্রলারগুলো ভোরে জোয়ারে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী।
তিনি জানান, যাত্রীরা নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছেন। তবে আটকে পড়া ট্রলার এখনও ঘটনাস্থলেই আছে। সেটিকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা চলছে।