বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। নির্দেশনায় বলা হয়, আগামী রবিবার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। তবে সোমবার ও মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে ৪টা পর্যন্ত।
করোনার সংক্রমণ কমাতে সব ধরনের অফিস বন্ধ রেখে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধি-নিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আটদিনের জন্য সব বিধিনিষেধে তুলে নেওয়া হয়।
এরপর গত ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ চলছে, যা ৫ আগস্ট শেষ হচ্ছে। এই বিধি-নিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।