টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
শেখ কামালের জন্মবার্ষিকীতে বরিশালে আলোচনা সভা ও দোয়া

শেখ কামালের জন্মবার্ষিকীতে বরিশালে আলোচনা সভা ও দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নগরীর কালীবাড়ি রোডে সিটি মেয়রের বাস ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ অন্যান্যরা।

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন সহ মহানগর আওয়ামী লীগ ৩০টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক এবং বিসিসি সকল ওয়ার্ড কাউন্সিলরগণ।

সভার শেষ পর্যায়ে শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেতার কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মির্জা নুরুর রহমান বেগ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital