টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সৃজিত ভাগ্যবান, মিথিলার মতো বউ পেয়েছেন : অনিন্দ্য

সৃজিত ভাগ্যবান, মিথিলার মতো বউ পেয়েছেন : অনিন্দ্য

নতুন ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলার প্রেমিকের ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য চ্যাটার্জী। এর মধ্যে বিস্ফোরক দাবি করলেন এই অভিনেতা। অনিন্দ্য বলেছেন, ‘সৃজিত মুখার্জি ভাগ্যবান। মিথিলার মতো বউ পেয়েছেন।’

পর্দার বাইরে মিথিলার সাথে রসায়ন নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘বৌদি আর দেবরের মধ্যে যেমন মিষ্টি সম্পর্ক হওয়া উচিত, ঠিক তেমনটাই। পাণ্ডিত্যে, প্রতিভায়, অভিনয় ক্ষমতায় মিথিলা অতুলনীয়া।’ এরপরেই তার বক্তব্য, ‘মিথিলা শুধুই গুণী বা সুন্দরীই নন। তিনি খুব ভাল মা। ভাগ্যবান পুরুষ এমন নারীকে নিজের করে পায়।’

উল্লেখ্য, উইলিয়াম শেকসপিয়রের ‘ম্যাকবেথ’-এর ছায়ায় তৈরি রাজর্ষির আগামী ছবিতে অনিন্দ্য ‘আলি’ আর মিথিলা ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন। সেই ছবির দু’টি স্থিরচিত্র বৃহস্পতিবার সামনে এনেছেন অনিন্দ্য।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital