স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর জয় তার বন্ধুদের সাথে কলেজ-ফিসারী লিংক রোড এলাকায় মাদক সেবনের করছিল। এ সময় জয়ের সাথে তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বন্ধুরা জয়কে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
এদিকে জয়ের মৃত্যুর খবরে জয়ের পক্ষের লোকজন রাতে হারুয়া মানিক ফকিরের গলির ফাহিম নামে এক যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।