পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কনটেইনমেন্ট ডোমের ধাতব কাঠামো স্থাপন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসই জেএসসি রোসাটম।
৪ আগস্ট বুধবার সন্ধ্যায় প্রকল্প সূত্র গণমাধ্যমকে জানায়, অভ্যন্তরীণ ডোমের শেষ টায়ার উত্তোলন এবং স্থাপন সম্পন্ন করার মধ্য দিয়ে ১ হাজার ৩৫০ টন উত্তোলন ক্ষমতার ভারী ক্রেনের লিভারের সাহায্যে ২৩০ টনের ধাতব কাঠামোকে উত্তোলন করা হয়।
এসএসই জেএসসির ভাইস প্রেসিডেন্ট ও প্রকল্পের পরিচালক এলেপি ডেইরি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আরেকটি মাইলফলক সফলতার সঙ্গে সম্পন্ন হলো। এই ইউনিটের পরবর্তী ধাপের কাজগুলো হলো রিঅ্যাক্টর ভেসেল একটি স্টিম জেনারেটর ও একটি প্রধান সার্কুলেশন পাইপলাইনকে সংযোজন করা।
প্রকল্প সূত্র জানায়, অভ্যন্তরীণ কনটেইনমেন্ট স্থাপনার কাজে দুটি ধাপে উত্তোলন করা হয়েছে। ডোমের নিচের অংশ ৪৪ মিটার ব্যাস ও ১৮৫ টন ওজনবিশিষ্ট একটি ধাতব কাঠামো যাকে এক সপ্তাহ আগেই নির্ধারিত জায়গায় স্থাপন করা হয়।