টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাবনার রূপপুর প্রকল্পে ডোম স্থাপন সম্পন্ন

পাবনার রূপপুর প্রকল্পে ডোম স্থাপন সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কনটেইনমেন্ট ডোমের ধাতব কাঠামো স্থাপন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসই জেএসসি রোসাটম।

৪ আগস্ট বুধবার সন্ধ্যায় প্রকল্প সূত্র গণমাধ্যমকে জানায়, অভ্যন্তরীণ ডোমের শেষ টায়ার উত্তোলন এবং স্থাপন সম্পন্ন করার মধ্য দিয়ে ১ হাজার ৩৫০ টন উত্তোলন ক্ষমতার ভারী ক্রেনের লিভারের সাহায্যে ২৩০ টনের ধাতব কাঠামোকে উত্তোলন করা হয়।

এসএসই জেএসসির ভাইস প্রেসিডেন্ট ও প্রকল্পের পরিচালক এলেপি ডেইরি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আরেকটি মাইলফলক সফলতার সঙ্গে সম্পন্ন হলো। এই ইউনিটের পরবর্তী ধাপের কাজগুলো হলো রিঅ্যাক্টর ভেসেল একটি স্টিম জেনারেটর ও একটি প্রধান সার্কুলেশন পাইপলাইনকে সংযোজন করা।

প্রকল্প সূত্র জানায়, অভ্যন্তরীণ কনটেইনমেন্ট স্থাপনার কাজে দুটি ধাপে উত্তোলন করা হয়েছে। ডোমের নিচের অংশ ৪৪ মিটার ব্যাস ও ১৮৫ টন ওজনবিশিষ্ট একটি ধাতব কাঠামো যাকে এক সপ্তাহ আগেই নির্ধারিত জায়গায় স্থাপন করা হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital