টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
আফগান বাহিনীকে হটিয়ে প্রাদেশিক রাজধানী জারাঞ্জ তালেবানের দখলে

আফগান বাহিনীকে হটিয়ে প্রাদেশিক রাজধানী জারাঞ্জ তালেবানের দখলে

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নিমরুজ প্রদেশের রাজধানী শহর জারাঞ্জের দখল নিয়েছে তালেবান। মার্কিন সেনাদের প্রত্যাহারকে সামনে রেখে এটাই প্রথম কোনো প্রাদেশিক রাজধানী, যা আফগান বাহিনীর হাতছাড়া হলো। একাধিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

এ ছাড়া আরো একটি শহর তালেবানদের দখলে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, তাদের কাছে খবর আছে যে, প্রাদেশিক রাজধানী শহর লস্কর গহ-ও আফগানদের নিয়ন্ত্রণে চলে গেছে। তবে খবরটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

গত কয়েকদিন ধরে হেলমন্দ প্রদেশের রাজধানী লঙ্কর গহ দখলে সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে তীব্র লড়াই চলছিল। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

২০ বছর যুদ্ধের পর চলতি মাসে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে আফগানিস্তানে তালেবানরা অধিকতর সক্রিয় হয়ে ওঠে। ইতোমধ্যে তারা দেশটির অনেক জেলা শহর নিজেদের দখলে নিয়েছে। প্রাদেশিক রাজধানীগুলো দখল করতে লড়াই চালিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে ইরান ও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের কয়েকটি সীমান্ত স্থলবন্দরও দখলে নিয়েছে তালেবান। এর আগে ২০১৬ সালে প্রাদেশিক রাজধানী কুন্দুজ দখলে নেয় তালেবানরা। অল্পদিন পর তা আবার আফগান সরকারি বাহিনীর কাছে হাতছাড়া হয়।

তালেবান সূত্র জানিয়েছে, জারাঞ্জ দখলের পর তালেবানদের উদযাপন করতে দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান নেতা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, যেহেতু এ শহরটির সীমান্ত ইরানের সঙ্গে; তাই এ প্রাদেশিক শহরে বিজয়ের কৌশলগত গুরুত্ব রয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital