গত বুধবার রাজধানীর বনানীর বাসায় র্যাব অভিযানের পর অভিনেত্রী পরীমণিকে আটক করা হয়েছে। এরপর থেকেই পরীমণির সাথে সংশ্লিষ্ঠ বিভিন্ন নাম সামনে আসছে। যে তালিকায় আছে চিত্রপরিচালক, পুলিশ কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তার নাম। এরমধ্যে পরীমণিকে সাড়ে তিন কোটি টাকার গাড়ী উপহার দেয়াকে কেন্দ্র করে নাম এসেছে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের নাম। সমালোচনা হচ্ছে এতোটাকার গাড়ি উপহার দেয়ার বিষয়টি নিয়ে।
তিনি পোস্টে লিখেছেন, ‘বোট ক্লাব‘ ঘটনার আগে পর্যন্ত পরীমণি নামটাও শুনিনি। আমার তখন মানুষকে জিজ্ঞাসা করতে হয়েছিল যে, কে এই পরীমণি? আমার কাজ সকাল থেকে রাত পর্যন্ত ব্যাংকিং আর তারপর সাহিত্য নিয়ে পড়ে থাকা। ঢাকার কেউ (যারা ক্লাবে যান তাদের কেউও) বলতে পারবেন না তারা আমাকে কোনোদিন কোনো ক্লাব বা পার্টিতে দেখেছেন (এখানে আমি ক্লাব বা পার্টিতে যাওয়ার নিন্দা করছি না, সেটা যারা যাবার তারা যেতেই পারেন; আমি শুধু বোঝাচ্ছি যে মানুষ হিসাবে আমার টাইপটা কী?)। এতটাই অফিস ও ঘরমুখী এক মানুষ আমি।
অতএব বলছি, পরীমণিকে গাড়ি দেয়ার কথাটা আমার কানে লাগছে মঙ্গল গ্রহের ভাষায় বলা কিছুর কথার মতো।’
তিনি তার পোস্টের একেবারে শেষ দিকে মিথ্যাচারের জন্য সমাজের আদালতে বিচার দিয়েছেন।