বগুড়ার শেরপুরে রাতের আঁধারে মন্দির থেকে কালী প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগষ্ট) রাত ১টার পরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামে এই ঘটনা ঘটে।
চন্ডিজান কালীমাতা মন্দির কমিটির সভাপতি বিজয় চন্দ্র দাস জানান, রাত ২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মন্দিরের কালী প্রতিমা নেই। মূল প্রতিমা পার্শ্ববর্তী রিপন চন্দ্রের বাড়ির উঠানে রেখে এসেছে দুর্বৃত্তরা। রিপন চন্দ্র দাস জানান, রাত ২টার দিকে প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠে দেখি বাড়ির উঠানে কালী প্রতিমা। তারপর সবাইকে খবর দেই। পরে দেখতে পাই মন্দিরের প্রতীমা ভাংচুর করা হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১০ আগষ্ট) বেলা ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।