টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মেসির প্যারিস অধ্যায় শুরু

মেসির প্যারিস অধ্যায় শুরু

অধীর অপেক্ষায় ভক্তরা। প্রস্তুত লাল গালিচা। অবশেষে এলেন তিনি। হাত নাড়লেন, সমর্থকদের মধ্যে বয়ে গেল খুশির জোয়ার। স্মিত মুখে অনেকক্ষণ ভক্তদের দেখলেন তিনি। হাত নেড়ে জবাব দিলেন রাজকীয় অভ্যার্থনার।

লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের বাধায় বার্সেলোনায় মেসির নতুন চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর থেকেই তার পিএসজিতে যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে খবর আসতে থাকে। গত রোববার ন্যু ক্যাম্পে অশ্রুসিক্ত চোখে ২১ বছরের প্রিয় ক্লাবকে বিদায় বলার সময় মেসি নিজেও পিএসজিতে যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তখন নিশ্চিত করে কিছুই বলেননি তিনি।

মঙ্গলবার সব পরিস্কার হলো। পিএসজির সাথে চুক্তি, বেতনাদি সবই জানা গেল। বিশ্বের সবচেয়ে দামি দু’ফুটবলার নেইমার ও এমবাপেকে নিয়ে পিএসজির আক্রমণভাগ আগে থেকেই দারুণ শক্তিশালী। সাথে মেসি যোগ দিলে অনেকের মতেই দলটির আক্রমণত্রয়ী হয়ে উঠবে আরো বিধ্বংসী।

বার্সেলোনার জার্সিতে ২১ বছরের পথচলায় রেকর্ড ৩৫টি শিরোপা জয়ী মেসিকে পেলে দলটির অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নও হয়তো এবার পূরণ হবে। পিএসজির সাথে দু’বছরের চুক্তি সম্পন্ন হয়েছে মেসির। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে তিন কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন তিনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital