টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
রিমান্ডে পরীমনির চাঞ্চল্যকর তথ্য

রিমান্ডে পরীমনির চাঞ্চল্যকর তথ্য

মাদকের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী পরীমনিসহ অন্য আসামিরা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ‌্য জানান। পরীমনিকে মামলার তদন্তের স্বার্থেই পুনরায় রিমান্ড নিতে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান মাহবুবুর রহমান। তিনি বলেন, পরীমণি, পিয়াসা ও মৌয়ের মামলার বিষয়ে ইতোমদ্যে আমরা বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রয়োজনে আরো ডাকা হবে। তবে তাদের নাম নিশ্চিত না হয়ে মিডিয়াতে আগেই প্রচার করা উচিত না।

সিআইডি প্রধান বলেন, সবগুলো মামলার তদন্ত নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার চেষ্টা করবো। তবে অনলাইন, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবের সাথে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়। আমরা তদন্ত করছি, আমাদের সময় দেন, আমরাই তদন্ত শেষে এসব বিষয়ে জানাবো।

তিনি বলেন, পরীমনিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসা করেছি। আরো জিজ্ঞাসাবাদের প্রায়োজন রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত আরো ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে পারবো।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital