পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির পাবনা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল পাবনা মেইল ২৪ ডট কম এর সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে চাটমোহরে কর্মরত সাংবাদিকরা মানব বন্ধন করেছেন।
চাটমোহর প্রেসক্লাব ও চাটমোহরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল দশ টায় চাটমোহর থানা মোড় আমতলায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, বর্তমান সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, সাংবাদিক ইকবাল কবীর রনজু, শামীম হাসান মিলন, শাহীন রহমান, মাসুদ রানা, পবিত্র তালুকদার, জাহাঙ্গীর আলম, সালাহ উদ্দিন ফিরোজ, বেসরকারী সংস্থা এলডিও’র নির্বাহী পরিচালক নূরে আলম মঞ্জু, আলমগীর মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের তীব্র প্রতিবাদ এবং অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানান।
এসময় চাটমোহর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম মাস্টার, বকুল রহমান, দেওয়ান জামিউল ইসলাম কাবলী, ইফতেখার টুটুল, বিপ্লব আচার্য, জাকির সেলিম, শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, মাকসুদুল হক মাসুদ, হাবিবুর রহমান শিমুল বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ মার্চ সাবেক সাংসদ আজিজুল হকের পৈত্রিক বাড়ি পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামে দেশী আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানার সন্ধান পান পাবনা ডিবি পুলিশ। সেসময় দুজনকে আটক ও করে পুলিশ।
এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করে পাবনা মেইল ২৪ ডট কম। এর জের ধরে গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইবুনাল আদালতে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু এ মামলা দায়ের করেন।