আমেরিকার সেনা প্রত্যাহার শুরুর পর আফগানিস্তানের নানা প্রান্তে সক্রিয়তা বেড়েছিল তালেবানের। সেই অভিযানের শুরুর দিকে তাদের অস্ত্রসম্ভারে স্বয়ংক্রিয় রাইফেল আর গ্রেনেড লঞ্চারের (আরপিজি)-র পাশাপাশি সোভিয়েত সময়ের হাল্কা ও মাঝারি মেশিনগানের উপস্থিতির কথা জানা গিয়েছিল। কিন্তু এক সপ্তাহে বদলে গিয়েছে অনেকটাই। খবর আনন্দবাজারের
গোটা আফগানিস্তান চলে গেছে তালেবানের দখলে। এছাড়া দেশটির সেনাদের বিপুল অস্ত্র এবং সামরিক সরঞ্জামও এখন তালেবান যোদ্ধাদের হাতে।
সেই তালিকায় রয়েছে- ট্যাঙ্ক, কামান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ভারি মেশিনগান, হেলিকপ্টার, অত্যাধুনিক পাঁচটি ‘স্ক্যান ঈগল ড্রোন’। কুন্দুজ বিমানঘাঁটি থেকে দখল করা ওই ড্রোনগুলি বহুদূরজুড়ে নজরদারি চালাতে সক্ষম।
এছাড়াও তালেবানের হাতে এসেছে আমেরিকাসহ ন্যাটো বাহিনীর ব্যবহৃত নানা সামরিক উপকরণও।
তালেবানের এই অস্ত্র দখল নিয়ে প্রশ্ন তুলেছেন আমেরিকার নাগরিকদের অনেকেই। এ নিয়ে একটু বিপাকেও রয়েছে মার্কিন প্রশাসন।
ধারণা করা হচ্ছে, তালেবানের সাহায্যে ‘স্ক্যান ঈগলের’ মতো অত্যাধুনিক ড্রোন হাতে পেলে দ্রুত তার নকল বানিয়ে ফেলতে পারে চীন।