শনিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় সফিক উল্যার ছেলে। সন্ধ্যায় রায়পুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সোনপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত বলেন, পারিবারিক নানা ঝামেলা, অভাব অনটন ও অর্থনৈতিক সংকটে পড়ে বিভিন্ন এনজিও থেকে প্রায় ৪ লাখ টাকা ঋণ নেয় সিরাজ। কিস্তির টাকা জোগাড় করতে না পেরে তার মধ্যে বিষন্নতা তৈরি হয়। এ থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ওই যুবক আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি স্থানীয়দের। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।