তবে, সেই উড়ন্ত অধ্যায় বেশিক্ষণ স্থায়ী হলো। ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে ছাড়া নিজেদের দ্বিতীয় ম্যাচেই থেমে গেল দলটি। প্রতিপক্ষের মাঠে আজ কোনোমতে হার এড়িয়েছে রোনাল্ড কোম্যানের দল।
চলতি বছর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের এটি পঞ্চম দেখা। কোপা দেল রের ফাইনালসহ আগের তিন ম্যাচে জিতেছে বার্সেলোনা। সুপার কাপের ম্যাচে জিতেছিল বিলবাও। এবার হলো ড্র।
গোল খেয়ে তা পরিশোধে একরকম মরিয়া হয়ে ওঠে বার্সা। অবশেষে ৭৫ মিনিটে গিয়ে রবার্তোর সহায়তায় অতিথিদের হয়ে ম্যাচ সমতায় ফেরান মেমফিস ডিপাই। এরপর বেশ কিছু সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।