টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাঞ্জশিরের পথে শত শত তালেবান যোদ্ধা, সংঘাতের শঙ্কা

পাঞ্জশিরের পথে শত শত তালেবান যোদ্ধা, সংঘাতের শঙ্কা

নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পাঞ্জশির উপত্যকায় যাচ্ছেন তাদের শত শত তালেবান যোদ্ধা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার নিজেদের আরবি টুইটার অ্যাকাউন্টে তালেবান জানায়, স্থানীয় প্রাদেশিক কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে ওই এলাকা হস্তান্তর করতে প্রত্যাখ্যান করায় ইসলামিক আমিরাতের শত শত মুজাহিদিন পাঞ্জশিরের দখল নিতে উপত্যকাটির দিকে রওয়ানা হয়েছেন।

এদিকে পাঞ্জশিরের দখল রয়েছে তালেবান-বিরোধী নেতা হিসেবে পরিচিত আহমেদ মাসুদের হাতে। রোববার তিনি জানিয়েছেন, তিনি তালেবানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা আশা করলেও তার বাহিনী যুদ্ধের জন্য তৈরি আছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকা থেকে টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে শান্তিপূর্ণ আলোচনা। আমরা তালেবানকে এটাই বোঝাতে চাই।

তবে আলোচনার জন্য ইচ্ছুক হলেও স্থানীয় মিলিশিয়া, বিশেষ বাহিনী ও তার নেতৃত্বে নিয়মিত সামরিক ইউনিটগুলো যুদ্ধের জন্য তৈরি বলে জানিয়েছেন আহমেদ মাসুদ। তার ভাষায়, আমরা কোনো যুদ্ধ চাই না।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital