টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ইউরোপ-আমেরিকার জন্য কাজ করা আফগানদের নেবে না তুরস্ক

ইউরোপ-আমেরিকার জন্য কাজ করা আফগানদের নেবে না তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, আফগানিস্তানে পশ্চিমা দেশগুলোর হয়ে কাজ করা মানুষদের গ্রহণ করবে না তুরস্ক।

তুর্কি সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে এরদোয়ানকে এ ধরণের অনুরোধ করা হয়েছে। তবে তাতে সাড়া দেবে না তুরস্ক।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল আফগানিস্তানে ইউরোপিয়ান ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মীদের গ্রহণের অনুরোধ জানান।

বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের হয়ে কাজ করা সামান্য সংখ্যক মানুষকে গ্রহণ করছে ইউরোপীয় ইউনিয়ন। আর অন্যদের অন্য দেশগুলোতে পাঠানোর চেষ্টায় রয়েছে। তবে এই অনুরোধে সাড়া দেবে না তুরস্ক।

প্রসঙ্গত, প্রায় ৪০ লাখ শরণার্থী বাস করে তুরস্কে। এদের বেশিরভাগ সিরিয়ার নাগরিক এবং গৃহযুদ্ধের কারণে দেশে থেকে পালিয়েছে। তুরস্ক বর্তমানে বিশ্বব্যাপী যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি শরণার্থীকে জায়গা দিয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital