নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কিশোরগঞ্জ স্টেডিয়ামের ক্রিকেট পিচের উদ্বোধন করা হয়েছে।
মাননীয় জাতীয় সংসদ সদস্য -১৫, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান আদেল এমপি সোমবার(২৩ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কিশোরগঞ্জ স্টেডিয়ামে ক্রিকেট পিচের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী,উপজেলা চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, সহকারী কমিশনার (ভূমি)সানজিদা রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, উপজেলা প্রকৌশলী(অ:দা:) আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ,উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ও ৯টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।
বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের আগে জাতির জনকের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।