মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগিরই খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে করোনা সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে- এটা আমাদের জন্য সুখবর। এভাবে চললে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। তবে সেটা ধাপে ধাপে হবে।
তিনি বলেন, শুরু থেকেই সবাই হয়তো সপ্তাহে ৬ দিন ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা।