টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
তালেবান নেতা মোল্লা বারাদারের সঙ্গে কাবুলে সিআইএ প্রধানের সাক্ষাৎ

তালেবান নেতা মোল্লা বারাদারের সঙ্গে কাবুলে সিআইএ প্রধানের সাক্ষাৎ

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এসেন্সি)-এর পরিচালক উইলিয়াম বার্নস কাবুলে তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বার্তাসংস্থা এপিকে এ খবর নিশ্চিত করেন। কাবুল থেকে আফগানদের সরিয়ে নেয়ার নির্ধারিত তারিখ নিয়ে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরস্পর-বিরোধী অবস্থানের প্রেক্ষাপটে তিনি এ সাক্ষাৎ করলেন। প্রাথমিকভাবে বৈঠকটি খবর প্রকাশ করে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। পরে মার্কিন এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেন। তবে ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করেননি।

পেন্টাগন সূত্রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামিদ কারজাই বিমানবন্দর থেকে ১৬ হাজার জনকে সরিয়ে নেয়া হয়েছে, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের সঙ্গে কাজ করেছেন।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রী সারগেই লেভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানের সঙ্গে তার দেশও আফগানিস্তানের সংকট মোকাবেলায় মধ্যস্থতাকারির ভূমিকায় কাজ করতে আগ্রহী।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। তার পর থেকে কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ২১ আগস্টের মধ্যে কাবুল বিমানবন্দর ছাড়ার সময়সীমা নির্ধারিত রয়েছে যুক্তরাষ্ট্রের।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর সময়সীমা বাড়ানোর জন্য চাপ বাড়তে থাকে। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ আহ্বান জানান। তবে তালেবানরা জানিয়েছে, সময়সীমা কোনোভাবেই বাড়ানো হবে না।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital