টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাবনায় আরডিসির আলোচনা সভা ও ত্রাণ বিতরণ

পাবনায় আরডিসির আলোচনা সভা ও ত্রাণ বিতরণ

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরাইল বিলের পাকা রাস্তার শেষ মাথায় বাস্তবমুখী উন্নয়ন সংস্থা (আরডিসি) এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের কারেন্ট জাল ব্যবহার না করা এবং প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে কৃষকদের আত্মারক্ষার জন্য সচেতনতামূলক আলোচনা সভা ও ত্রাণ বিতরণ করা হয়।

২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টার সময় এ আলোচনা সভা ও ত্রাণ বিতরণ করা হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম।

এ সময় মাহবুব জাহান সৈকত, পিসিডির সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল গনি, ভেলা মেম্বারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। পিসিডিরর সহযোগিতায় ৩৫ জন মৎসজীবীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কৃষকদের সুবিধার্থে বিলে ছাওনি তৈরী, টিউবওয়েল স্থাপন, বিলের পানি নিস্কাষণ, বিলে বীজ ব্যাংক স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান কৃষকেরা।

অনুষ্ঠান সঞ্চলনা করেন আরডিসির নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

 

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital