সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের এলজিএসপির বরাদ্দ শতভাগ বিতরণের খবর পাওয়া গেছে। চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩০ টি স্কুল ব্যগ ও জলুসা শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৫ টি স্কুল ব্যগ বিতরণ দেওয়া হয়েছে। বর্তমানে পরিষদের অডিটর (১) অনিক হোসাইন এর অডিট চলাকালীন সচিব মোঃ আশরাফুল মিয়া অভিযোগ করে বলেন, সেনিটেশন সামগ্রী ১৬৬ পরিবারে মাঝে বিতরণে অনেকেই পায়নি, এর প্রেক্ষিতে অডিটর অনিক হোসাইন সরজমিন পরিদর্শন করেন এবং ১৬৬ পরিবারের মধ্যে শতভাগ বিতরণের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ প্রতিনিধিকে জানান পরিষদের সচিব অনৈতিক কর্মকান্ডের ও পরিষদিও দায়িত্ব পালনে গাফলতির কারণে আমি তার বিরুদ্ধে অভিযোগ এনেছি যার ফলে সে আমার প্রতি ক্ষিপ্ত হইয়া আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে। সচিব আশরাফুলকে এবিষয়ে জিজ্ঞেস করলে উত্তরে বলে ভুল বসত তিনটি নাম ডবল হয়াতে এরকম হয়েছিল আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে।