টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
কাপুরুষের মতো কাজ করেছেন আশরাফ গনি: আফগান নারী পপ তারকা

কাপুরুষের মতো কাজ করেছেন আশরাফ গনি: আফগান নারী পপ তারকা

তালেবানের ভয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় নারী পপ তারকা আরিয়ানা সাইদ।

আজ মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।   তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রেসিডেন্ট ঘানির মতো আরিয়ানাও দেশ ছেড়ে পালান।  আরিয়ানা বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি যেভাবে আফগানিস্তান ছেড়ে গেছেন, তাতে তিনি খুবই হতাশ।

‘তিনি (আশরাফ) আমাদের জনগণ, আমাদের দেশ, আমাদের সশস্ত্র বাহিনীকে হতাশ করেছেন। কোনো নেতা ছাড়া আমরা কীভাবে যুদ্ধ করতে পারি?’ আফগান পপ তারকা বলেন, আশরাফ গনি যা করেছেন, তার জন্য তিনি খুবই দুঃখ পেয়েছেন। তার ওপর বিরক্ত হয়েছেন। তিনি খুবই কাপুরুষের মতো কাজ করেছেন।

আরিয়ানা বলেন, ১৫ আগস্ট যখন লোকজন আফগানিস্তান ত্যাগ করছিল, আশরাফ গনি তখনো বক্তৃতা দিচ্ছিলেন। তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বলছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি নিখোঁজ হয়ে গেলেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital