মানববন্ধনে সুরমা আক্তার অপহরণের কথা তুলে ধরেন এবং তার স্বামী নবী হোসেন ২ দিন যাবত নিখোজ রয়েছে। সাবেক চেয়ারম্যান মোকারম হোসেন আমার স্বামীকে অপহরণ কারেছে, অপহরণকারীর সাথে জড়িতদের বিরুদ্ধে বিচারের দাবী করে প্রশাসনের উদ্দেশ্যে বলেন যে, আমার স্বামীকে সুস্থ্য ভাবে ফেরত চাই, অপহরণ কারীর বিচার চাই। উপজেলা রাজাপুর দক্ষীণ ইউনিয়নের মামুদনগর স্বপ্নের তৈরী মৎস্য জীবী সমবায় সমিতির সভাপতি নবী হোসেনকে জলমহাল ইজারা প্রক্রিয়াকে বাঁধাগ্রস্থ করে জেলা প্রশাসন হতে পরিচালিত পর্ণঃ তদন্ত রিপোট ভিন্ন খাতে নেওয়ার জন্য সাবেক চেয়ারম্যান মোকারম হোসেনের নেতৃত্বে অপহরণ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়। তিনি বলেন, আমি প্রশাসনের কাছে বিচার চাই, দ্রুত আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করি, সেই সাথে সাথে অপরাধীর বিচার চাই। আমি আমার স্বামীকে ফেরত চাই। আমার স্বামী ছাড়া আমার ছেলে মেয়েদের নিয়ে কিভাবে বেচে থাকব। সুখাইর রাজাপুর দক্ষীণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকারম হোসেনের বিরুদ্ধে সুবিচার প্রার্থনা করছি।
নিখোজ নবী হোসেনের স্ত্রী মোছাঃ সুরমা আক্তার আরও বলেন, আমরা গরিব মানুষ মাছ ধরে জীবন চালাই, গরীবের কোন, সমত্ত নাই, তাই প্রশাসনের কাছে আকুল আবেদন, আমার স্বামীকে যেন আমি ফিরে পাই, আমার স্বামীকে আমার কাছে এনে দেন।