টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বোকো হারামের হামলায় নাইজারে ১৬ সেনা নিহত

বোকো হারামের হামলায় নাইজারে ১৬ সেনা নিহত

নাইজারে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় দেশটির কমপক্ষে ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরা।

নাইজারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, এই হামলায় আহত হয়েছেন আরও ৯ জন। গত মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক চেকপোস্টে শত শত বোকো হারাম যোদ্ধা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক চেকপোস্টে হামলা ও সেনা সদস্যদের হতাহতের ঘটনায় নাইজারের দিফা অঞ্চলে পাল্টা হামলা চালায় সরকারি বাহিনী।

বিবৃতিতে দাবি করা হয়, পাল্টা এই হামলায় প্রায় ৫০ জন জঙ্গি নিহত হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital