২৫ আগস্ট বুধবার এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে পাবনা জোনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার রিপন হোসেন (৪০), চাটমোহর উপজেলার পাচুড়িয়া গ্রামের সবুজ হোসেন (২০) বাকীদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও পথচারীরা জানায়, পাবনা থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১২-০৮০৬) যাওয়ার পথে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজির সংঘর্ষ ঘটে। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে ৫জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার এসআই আনাবিল জানায়, ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনায় কবলিত কারটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।