টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাবনায় কার-সিএনজি সংঘর্ষে শিশুসহ আহত ৫

পাবনায় কার-সিএনজি সংঘর্ষে শিশুসহ আহত ৫

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের দেবোত্তর উপহার সিনেমা হলের পাশে সড়ক দূর্ঘটনায় শিশু, নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

২৫ আগস্ট বুধবার এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে পাবনা জোনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার রিপন হোসেন (৪০), চাটমোহর উপজেলার পাচুড়িয়া গ্রামের সবুজ হোসেন (২০) বাকীদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও পথচারীরা জানায়, পাবনা থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১২-০৮০৬) যাওয়ার পথে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজির সংঘর্ষ ঘটে। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে ৫জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটঘরিয়া থানার এসআই আনাবিল জানায়, ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনায় কবলিত কারটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital