টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
কলাপাড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কলাপাড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আল আমিন পারভেজ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে পারভেজকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বৃস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থীর বাবা মা উপজেলার চাকামাইয়া ব্রিজের সংলগ্ন এলাকায় নিজেদের দোকানে ছিলেন। এ সুযোগে পারভেজ বাড়ি ফাঁকা পেয়ে ওই শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পারভেজ পালিয়ে যায়। এর দুই মাস আগে পারভেজ ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে শিক্ষার্থীর পিতা মামলায় উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি পারভেজকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital