পাবনার চাটমাহরে পালিত হচ্ছে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস সপ্তাহ। এ উপলক্ষে মাইকিং, ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রাচারণা চালাচ্ছেন স্থানীয় মৎস অফিস। বিভিন্ন কর্মসূচী ও বাস্তবায়ন করছেন তাঁরা।
২৮ আগস্ট শনিবার বিকেল ৪টায় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস অফিসার (অঃদা) শরিফুল ইসলাম। ২৯ আগস্ট রবিবার উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
৩০ আগস্ট সোমবার হরিপুর ইউনিয়নের ধরইল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এ প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা অনুষ্টিত হবে। ৩১ আগস্ট মঙ্গল বার মথুরাপুর ইউনিয়নের ছোটগুয়াখড়া (টান মোড়) মৎস্য চাষিদের মাছচাষ নিবিড় পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে। ১ সেপ্টম্বর বুধবার নিমাইচড়া ইউনিয়নের নিমাইচড়া পশ্চিমপাড়া তরুণসংঘ ক্লাব ঘরে মৎস্য চাষিদের মাছচাষ নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে এবং ছাইকোলা ইউনিয়নের সোনাহার পাড়া মৎস্য সেক্টরে বর্তমান সকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২ সেপ্টম্বর উপজেলা পরিষদ চত্বরে সুফলভোগীদের প্রাশিক্ষণ ও বিভিন্ন উপকরণ (বৈধ জাল, এআইজি এ বিকল্প কর্মসংস্থানের উপকরণ, মৎস্যখাদ্য, চুন, সার, খৈল বিতরণ করা হবে)।
৩ সেপ্টম্বর উপজেলা মৎস অফিসে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগনের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে।